Gallery

Breaking

Wednesday 8 January 2020

আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়



‘আহ্বান’ একটি উদার মানবিক সম্পর্কের গল্প। ধনী-দরিদ্রের শ্রেণিবিভাগ ও বৈষম্য, ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের সংস্কার ও গোঁড়ামি ঘুচে যেতে পারে- নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে। গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারিদ্র্য-পীড়িত গ্রামের মানুষের সহজ-সরল জীবনধারার বর্ণনা করেছেন ‘আহ্বান’ গল্পে। এখানে গল্পকার দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে-ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। স্নেহের ডোরে বাঁধতে ধর্মের ভিন্নতা, আর্থিক পরিস্থিতি কখনোই বাঁধা হতে পারে না- আহ্বান গল্পে এ সত্যই যেন প্রধান হয়ে উঠেছে।
‘আহ্বান’ গল্পটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে-

লেখক কোন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে বুড়ির সঙ্গে কথা বলেছেন, তাকে অর্থ দিয়েছেন। গ্রামে লেখক ঘর বাঁধা, বারবার আসা-যাওয়া করার কারণ অনুসন্ধান করা। লেখকের প্রতি বুড়ির বাৎসল্যবোধের কারণ। লেখকের কাছে বুড়ির অনুরোধ, অনুযোগ এবং মাতৃসম øেহের ডোরে বাঁধার পেছনে সামাজিক ও আত্মিক কারণ।

বহু নির্বাচনী প্রশ্ন

১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ক. দুর্গেশনন্দিনী খ. পথের পাঁচালী
খ. শ্রীকান্ত ঘ. মৃত্যুক্ষুধা
২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩০ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৬০ সালে
৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামের বাড়ির অবস্থা কেমন ছিল?
ক. গোছানো খ. ভগ্নপ্রায়
গ. জৌলুসপূর্ণ ঘ. মৃতপ্রায়
৪। 'আহ্বান' গল্পের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. প্রেমের আহ্বান খ. নাড়ির টান
গ. হৃদয়ের বন্ধন ঘ. শিকড়ের টান
৫। চক্কোত্তি মশায় ছিলেন গোপালের-
i. বাবার বন্ধু ii. সাহায্যকারী
iii. শুভাকাঙ্ক্ষী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। বৃদ্ধার পাতানো মেয়ে কোন বয়সের?
ক. শিশু খ. কিশোরী
গ. যুবতী ঘ. মধ্যবয়সী
৭। 'প্রণাম করে পায়ের ধুলা নিলাম'- বাক্যটিতে কী প্রকাশ পায়?
ক. সম্মান খ. শ্রদ্ধা
গ. অতিভক্তি ঘ. আন্তরিকতা
৮। 'আহ্বান' গল্পের কথক পেশায় কী ছিলেন?
ক. ব্যবসায়ী খ. প্রবাসী
গ. উচ্চপদস্থ কর্মী ঘ. নিম্নপদস্থ কর্মী
৯। 'আহ্বান' গল্পের কথকের ঘরের প্রধান উপকরণ কী ছিল?
ক. বাঁশ ও বেত খ. বাঁশ ও খড়
গ. কাঠ ও বাঁশ ঘ. বাঁশ ও টিন
১০। ঘুঁটি গোয়ালিনী কথককে কী দুধ দিত?
i. খাঁটি ii. গাভির iii. ভেজাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বৃদ্ধ শশীভূষণ লাঠির ওপর ভর করে থানা সদরে যাচ্ছিলেন। পরনে একটি ছেঁড়া ধুতি, চোখের চশমার একপাশ ভেঙে গেছে বলে চোখেও ভালো দেখতে পান না। একসময় তাঁর সবই ছিল, কিন্তু এখন তাঁকে দেখাশোনা করার মতো আর কেউ নেই।
১১। শশীভূষণের সঙ্গে 'আহ্বান' গল্পের কার মিল আছে?
ক. চক্কোত্তি মশায়ের
খ. গোপালের
গ. জমির করাতির বউয়ের
ঘ. আবেদালির
১২। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একজন মানুষের-
i. দারিদ্র্য ii. পরাধীনতা iii. নিঃসঙ্গতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ

No comments: