Gallery

Breaking

Sunday 12 January 2020

রেইনকোট










লেখক পরিচিতি
-------------------
আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্যসাধারণ প্রতিভার নাম। ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গোয়াটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে আবস্থিত নারুলি গ্রামে। তাঁর পিতার নাম বি.এম. ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তাঁর পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তাঁর শিক্ষাজীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক।
বাংলাদেশের কথাসাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির ওপর কখোনো জোর দেননি। বরং গুরত্ব দিয়েছেন গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অর্ন্তভুক্ত। মানুষ জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সবকিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তাঁর রয়েছে গভীর দক্ষতা। তাঁর পাঁচটি ছোটগল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র ২৮টি গল্প। এছাড়া রয়েছে ২টি উপন্যাস ও ১টি প্রবন্ধসংকলন। তাঁর গল্পগ্রন্থগুলোর নাম: ‘অন্য ঘরে অন্য স্বর’, ‘খেয়ালি’ ‘দুধেভাতে উৎপাত’, ‘ দোজখের ওম’, ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’।
তাঁর উপন্যাস দুটি হলো ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’।
১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।




রেইনকোট গল্পের কথক কে? - নুরুল হুদা
২. রেইনকোট গল্পে উল্লিখিত জেনারেল স্টেটমেন্টটি হলো - "শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন "
৩. ফুটফাট বন্ধ কয়দিন - অন্তত ৩ দিন
৪. বাদলায় কোনটির জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে - বন্দুক বারুদ
৫. মিলিটারির ভয়ে গল্পের নুরুল হুদা কি মুখস্থ করেছে - সূরা
৬. রাস্তায় বেরুলে নুরুল হুদা ঠোঁটের ওপর কি রাখে - পাঁচ কালেমা
৭. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে - প্রিন্সিপ্যালের বাড়ি
৮. প্রিন্সিপ্যালেরর কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান - মিলিটারি ক্যাম্প
৯. কোনটিকে মিলিটারি ক্যাম্প করা হয়েছে - কলেজের জিমনেশিয়ামে
১০. রাস্তায় ঘড়ঘড় করছিলো - বেবি ট্যাকসি
১১. কে নাশতার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে - ইসহাক
১২. মিন্টু যেখানে গেছে তার খবর জানে কারা - নুরুল হুদা ও তার বউ
১৩. কে রোজ,টাইমলি কলেজে যায় - নুরুল হুদা
১৪. নুরুল হুদা রাস্তায় এসে দেখল কি নেই - রিক্সা
১৫. নুরুল হুদা কিসের পরোয়ানা করে না - রিক্সার
১৬. কোন বৃষ্টিতে বেশ শীত শীত ভাব - শেষ হেমন্তের বৃষ্টিতে
১৭. বাসস্ট্যান্ডে পৌঁছে নুরুল হুদাকে কোন দিকে তাকাতে হয় - উওরে 
১৮. কীসের ল্যাজটা দেখা যাচ্ছে না - মিলিটারি লরির
১৯. কে ত্রকটু বাচাল টাইপের - দোকানদার ছেলেটা
২০. স্টেট বাসের রং কেমন ছিলো - লাল
২১. বাসে কত গুলো সিট খালি ছিলো - অর্ধকের বেশি
২২. নুরুল হুদার চাউনি কেমন ছিল - ভোঁতা কিন্তু গরম
২৩. নুরুল হুদা বাস থেকে নেমে নামল কোথায় - নিউ মার্কেট
২৪. আলমারি কিসের - লোহার
২৫. মোট আলমারি কতটি - ১০ টি
২৬. আলমারিগুলো আনা হয়েছে - ঠেলাগাড়ি দিয়ে
২৭. নুরুল হুদার ছেলের বয়স - ৫ বছর
২৮. নুরুল হুদার,মেয়ের বয়স - আড়াই (২.৫) বছর

১. ‘আমলে দেওয়া’ বলতে কী বোঝায়?
ক. মান্য করা খ. দাম দেওয়া
গ. অনুসরণ করা ঘ. পাত্তা দেওয়া
২. আসমা নিজে কী শোনে?
ক. গান খ. রণসংগীত গ. রেডিও ঘ. গুলির শব্দ
৩. ‘রেইনকোট’ গল্পে বাদলায় কি একটু জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে?
ক. মানুষ খ. পিয়ন গ. বন্দুক-বারুদ ঘ. গাড়িঘোড়া
৪. ‘রেইনকোট’ গল্পে পানির দেশ বলা হয়েছে কোনটিকে?
ক. ভারত খ. নেপাল গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড
৫. মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ?
ক. কর্নেলকে খ. ইসহাককে
গ. ইকবালকে ঘ. প্রিন্সিপালকে
৬. ‘চাপরাশি’ শব্দটি কোন রীতির শব্দ?
ক. আরবি খ. বাংলা গ. উর্দু ঘ. ফারসি
৭. ‘রেইনকোট’ গল্পে ইসহাকের বউয়ের নাম কী?
ক. আকলিমা খ. আমলা গ. আসমা ঘ. সুমাইয়া
৮. এখানকার মানুষ নৌকাভরা কী দেখতে পায়?
ক. ফসল খ. অস্ত্র গ. মানুষ ঘ. পাকিস্তানি বাহিনী
৯. ইসহাকের পেশা কোনটি?
ক. শিক্ষক খ. লেকচারার গ. প্রফেসর ঘ. প্রিন্সিপাল
১০. মিন্টু রেইনকোট কোথায় ঝুলিয়ে গেছে?
ক. ওয়ার্ডরোবের মাথায় খ. আলমারিতে
গ. আলনায় ঘ. দরজার পেছনে
১১. ঘরের জিনিসপত্র রোজ রোজ কী করা ভালো?
ক. পরিষ্কার করা খ. দেখে রাখা
গ. লুকিয়ে রাখা ঘ. ময়লা রাখা
১২. কে খামোখা ভয় পাচ্ছে?
ক. মিন্টু খ. প্রিন্সিপাল গ. ইসহাক ঘ. আসমা
১৩. ‘রেইনকোট’ গল্পে কে গা ঢাকা দিয়েছে?
ক. ইসহাকের শালারা খ. ছাত্ররা
গ. মাস্টাররা ঘ. প্রিন্সিপাল
১৪. প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করেন?
ক. মিলিটারিকে খ. ইসহাককে
গ. আকবর সাজিদকে ঘ. মিসক্রিয়ান্টদের
১৫. কলেজের মস্ত দালান পার হলে চোখে পড়ে—
i. ফুটবল মাঠ ii. ফুলের বাগান iii. ক্রিকেট মাঠ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ইসহাক চলে এসেছে—
i. কলেজ থেকে দূরে ii. আত্মীয়স্বজন থেকে দূরে
iii. শহর থেকেও দূরে বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. প্রতিদিন মিলিটারি ঢাকা শহরে যে ধরনের নির্যাতন চালায়—
i. হাটবাজার পোড়ায়
ii. বস্তিতে আগুন লাগিয়ে মানুষ মারে
iii. মেয়েদের ধরে নিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ইসহাক চোর ও পকেটমার শনাক্ত করে—
i. নেমে পড়া দুজন যাত্রীকে
ii. সামনের সিটে বসা তিনজন যাত্রীকে
iii. বাসের কন্ডাক্টরকে
নিচের কোনটি সঠিক?


ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক।






No comments: